Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

               তথ্য আপাঃ প্রকল্প (২য় পর্যায়), তথ্যকেন্দ্রঃ তারাগঞ্জ, রংপুর এর সেবাসমূহ নিম্নে তুলে ধরা হলোঃ 

 

ক্রম

 

 

 

দপ্তরের নাম

 

 

উপজেলায় তার দপ্তরের সাফল্য/ অবদান

 

 

সম্ভাবনা/ করণীয়

 

 

০১

 

তথ্য আপাঃ প্রকল্প (২য় পর্যায়)

তথ্যকেন্দ্রঃ তারাগঞ্জ, রংপুর।

 

 

তথ্য আপাঃ প্রকল্প 

(২য় পর্যায়) এর উদ্দেশ্যঃ

গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করা। 

তথ্য আপারা ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে প্রকল্প এলাকাধীন গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা, সাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করছেন। 

ডোর টু ডোর, তথ্যকেন্দ্র এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা সেবা প্রদান করে থাকি। প্রকল্পের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত  সেবাগ্রহিতার সংখ্যা ৩০,০০০ জন।

মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপার সেবাসমূহঃ

০১. তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান

০২.চাকরির আবেদনপত্র পূরণ

০৩. ভর্তি পরীক্ষার ফরম পূরণ

০৪. বিভিন্ন পরীক্ষার ফলাফল

০৫. ইমেইল, ম্যাসেঞ্জার,স্কাইপির সাহায্যে যোগাযোগ

০৬. কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান

০৭. আইনী সহায়তার পরামর্শ প্রদান

০৮. মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা

০৯. গ্রামীণ নারীদের উৎপাদিত ও  সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য www. Laalsobuj.Com মার্কেটপ্লেস পরিচালনা

 

 

০১.উপজেলায় নারীদের উন্নয়নের লক্ষ্যে যেসকল কর্মসূচী গ্রহণ করা হয় সংশ্লিষ্ট কমিটিতে তথ্য আপাদের সংযুক্ত করা হলে প্রান্তিক পর্যায়ে নারীদের সেবা প্রদান সহজ হবে।

 

০২.গ্রামীণ নারীদের হাতে তৈরি সুনিপুণ কারুকার্য শোভিত পোশাক, নকশিকাথা

জড়োয়া গহণা, মুখরোচক খাদ্য, শিশুখাদ্য, গৃহসজ্জা, প্রসাধনী সামগ্রী ইত্যাদি যা বর্তমানে অনলাইনে বেচাকেনা হচ্ছে।

 

০৩.ই-কমার্স প্লাটফর্ম গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান তৈরিতে অগ্রগণ্য ভূমিকা পালন করছেন।

 

০৪.গ্রামীণ নারীরা তাদের এই ক্ষুদ্র ব্যবসাকে বৃহৎ পরিসরে রূপদানের সফল রূপকার হবেন। হবেন দেশের মেরুদন্ড তথা জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধকরণের গর্বিত অংশীদার।

 

 

 

উপরোক্ত সেবাসমূহ বিনামূল্যে তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হয়।

তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের সকল কার্যক্রম চলমান রয়েছে।