Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রকল্পের নাম: তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ
                 প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায় )।

উদ্যোগী মন্ত্রণালয় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

বাস্তবায়নকারী সংস্থা : জাতীয় মহিলা সংস্থা

মেয়াদ  : এপ্রিল ২০১৭ থেকে জুন ২০২৩
জনবল : প্রকল্পের মোট জনবল ২৪৮৪ জন। প্রধান কার্যালয়ে ২৪জন এবং ৪৯২টি তথ্যকেন্দ্রে ২৪৬০ জন।
প্রাক্কলিত ব্যয় : ৫৮৫৭৬.৬৪ লক্ষ (পাঁচশত পচাশি কোটি ছিয়াত্তর লক্ষ চৌষট্টি হাজার) টাকা।
প্রকল্প এলাকা : প্রকল্পের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। ০৮ (আট) টি বিভাগের ৬৪ (চৌষট্টি) টি জেলার অন্তর্গত ৪৯২ (চারশত নব্বই) টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যযোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনযাত্রা আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।

এ ওয়েবপোর্টালের সাথে যুক্ত রয়েছে তথ্য ভান্ডার এবং আইপি টিভি। তথ্য ভান্ডারে রয়েছে মহিলাদের জন্য প্রয়োজনীয় তথ্যের বিশাল সমাহার। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার, আইনী সহায়তা এবং ব্যবসা বিষয়ক ছয়টি বিভাগে মহিলাদের প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ করে নির্মাণ করা হয়েছে এ তথ্য ভান্ডার। তথ্যের জগতে মহিলাদের সহজ প্রবেশাধিকার এখানে নিশ্চিত করা হয়েছে। ফলে তারা অতি দ্রুত তাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারেন এবং তথ্যের সাহায্যে তাদের সমস্যা সমাধানে নিজেরাই দক্ষ হয়ে গড়ে উঠতে পারেন ৷ আরো রয়েছে আইপি টিভি। এ টিভির মাধ্যমে মহিলা বিষয়ক বিভিন্ন অনুপ্রেরণামূলক সংবাদ, ভিডিও চিত্র, বিশেষ অনুষ্ঠান ইত্যাদি দেখা যাবে। এখানে অনলাইন ও অফলাইন উভয় উপায়ে চিত্র প্রদর্শন করা হবে। শুধুমাত্র মহিলা জনগোষ্ঠী নয় দেশ-বিদেশের সকলকে এ ওয়েবপোর্টালে স্বাগত জানাচ্ছি। এদেশের মহিলাদের তথ্যের জগতে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও মতামত প্রদান করে আমাদেরকে আরো সমৃদ্ধ করে তুলুন।